মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্য বিষয়কে সামনে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ জুন (বুধবার) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ এর উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। জাতীয় পুষ্টি সপ্তাহ ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চলবে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, ডাঃ সুমন চৌধুরী, ডাঃ কানিছ নাছিমা আকতার, সেনিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মোঃ শহীদুল ইসলাম।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্টাফ,নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,জনপ্
সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, দূরদৃষ্টিসম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে পুষ্টির স্তর উন্নয়নের কথা লিপিবদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুষ্টির স্তর উন্নয়ন করতে সক্ষম হয়েছিলেন বলেই আজ গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে। শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। ‘‘কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’’ শিরোনামে একটি রেজুলেশন গৃহিত হয়েছে। এ কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্যে কাজ করেছে- তা’হল তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি