জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। জাতীয় সংসদের সারজেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তানভীর হাসান বলেন, সোমবার (৫ আগস্ট) জনসাধারণ সংসদীয় নিরাপত্তা রক্ষীদের ৪০টি অস্ত্র দখল করেছিল। পরে ছাত্ররা সেগুলো জমা দিয়েছে। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
অস্ত্র ফেরত দেয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান সারজেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান।
প্রায় ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন। সেই খবরে জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে উল্লাস করে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম