লিবিয়ার সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে কিছু অভিবাসীকে উদ্ধার করে একটি বাণিজ্যিক জাহাজ। এরপরই ওই অভিবাসীরাই সেই জাহাজটিকে হাইজ্যাক করে এবং মাল্টার দিকে যেতে নির্দেশ দেয়।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, লিবিয়ার উপকূলবর্তী এলাকা থেকে একশোরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। পরে জাহাজটির পক্ষ থেকে বলা হয়, তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হবে। মূলত এ কথা শোনার পরই জাহাজটি হাইজ্যাক করে তারা।এদিকে মাল্টার সামরিক বাহিনী বলছে, হাইজ্যাক হওয়া জাহাজটিকে তাদের সমুদ্রসীমায় ঢুকতে দেয়া হবে না। আর ইতালির উপপ্রধানমন্ত্রী মাতেও সালভেনি এসব অভিবাসীকে ‘জলদস্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা দেয়, ভূমধ্যসাগরে নৌবাহিনীর পক্ষ থেকে কোনও টহল দেয়া হবে না। তখন ইইউ-এর পক্ষ থেকে বলা হয়, ইতালির অনুরোধে সেপ্টেম্বরে অপারেশন সোফিয়া স্থগিত করা হয়।অপারেশনে সোফিয়ার উদ্দেশ্য ছিল চোরাকারবারিদের সঠিক পথে নিয়ে আসা এবং যেসব অভিবাসীরা নৌকায় করে ইউরোপে পৌঁছাতে চায় তাদের উদ্ধার করা। চার বছর আগে মিশনটি শুরু হয়। এর মাধ্যমে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়।