লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রিসের উদ্ধারকারী দলের চার সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্যা-বিধ্বস্ত শহর দেরনায় যাওয়ার পথে একটি গ্রিক উদ্ধারকারী দলের চার সদস্য এবং একটি লিবিয়ান পরিবারের তিন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনাটি ঘটে। সাম্প্রতিক বন্যায় দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজর মানুষ নিহত হয়।
দেশটির পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববারের এই সড়ক দুর্ঘটনায় গ্রিক উদ্ধারকারী দলের আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। লিবিয়ার দুজনের শারীরিক অবস্থাও গুরুতর।
গ্রিক সশস্ত্র বাহিনী বলেছে, চিকিৎসা কর্মীদের বহনকারী একটি বাস বিপরীত দিকে চলমান একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। তবে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কিছু বলেনি।
১০ সেপ্টেম্বর শক্তিশালী ঝড় ড্যনিয়েলের প্রভাবে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেরনায় দুটি বাঁধ ভেঙ্গে যায়। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। বন্যার ফলে আবাসিক কাঠামোগুলো ভেঙে পড়ে এবং যানবাহন ও মানুষসহ সব সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। ওই সময় সবাই ঘুমিয়ে থাকায় নিজেদের রক্ষার সময় পায়নি কেউ। ফলে হাজার হাজার মানুষ সমুদ্রে ভেসে গেছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম