বিনোদন ডেস্কঃ দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরে তার ভক্তদের হতাশ করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান। গত ১১ আগস্ট তার বহুলপ্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার পর সিনেমা দেখে হতাশ দর্শক। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এই ছবির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ হচ্ছে এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর অবমাননা করা হয়েছে। সেই সাথে হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, এ সিনেমায় আমির খানকে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মী হিসেবে দেখা গেছে। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করা, দিল্লি পুলিশের কাছে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেয়া, বিভিন্ন গোষ্ঠির মধ্যে শত্রুতা তৈরি করা, কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আদালতে এই এফআইআর দায়ের করেছেন বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবী।
আইনজীবীর দাবি, এই ছবিতে একজন মানসিক প্রতিবন্ধীকে কার্গিল যুদ্ধে পাঠানো হয়েছে, যেটা বাস্তবে অসম্ভব। কারণ এই অবস্থায় কোনো ব্যক্তিকে সেনাবাহিনীতে যোগ দিতে পারে না। কঠোরভাবে প্রশিক্ষিত সেনা সদস্য ছাড়া কেউই সীমান্তে যাওয়ার অনুমতি পায় না। তাই এখানে নির্মাতারা ইচ্ছাকৃতভাবে ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করছেন।
এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আইনজীবী। তার দাবি, ছবির একটি দৃশ্যে পাকিস্তানি একজন কর্মী লাল সিং চড্ডাকে জিজ্ঞাসা করেন, আমি নামাজ পড়ি এবং প্রার্থনা করি। লাল, আপনি কেনো তা করেন না? সেখানে লালের উত্তর ছিল, আমার মা বলেছেন, এই সব পূজাপাঠ ম্যালেরিয়া। এতে দাঙ্গা হয়। এটিকে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে মানহানিকর বিবৃতি বলে উল্লেখ করেছেন অভিযোগকারী। এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দাঙ্গার উস্কানি দেয়া হচ্ছে বলে দাবি তার।
উল্লেখ্য, অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ হলো ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমা মূলত এক ব্যক্তির চোখ দিয়ে একটি দেশের সমাজ-রাষ্ট্রব্যবস্থাকে দেখার কাহিনি। পুরোদস্তুর আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর।