প্রাণঘাতী করোনাভাইরাস খেলাধুলায় অনেক কিছুই বদলে দেবে বলে আশঙ্কা করেছিল অনেকেই। বাস্তবে তাই হলো। মানুষের লালার ড্রপলেট থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আর তাই তো বহুল পুরাতন ক্রিকেট বলের এক পাশ উজ্জ্বল রাখার জন্য লালা ব্যবহারের নিয়ম নিষিদ্ধ করল আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। ক্রিকেট মাঠে ফেরার আগেই পাঁচটি নতুন নিয়ম যোগ করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এক নজরে ক্রিকেটের নতুন নিয়মগুলো :
- কভিড-১৯ বদলি
- বলে থুতু/লালার ব্যবহারে নিষেধাজ্ঞা
- নিরপেক্ষ আম্পায়ারের বদলে স্থানীয় আম্পায়ারদের ব্যবহার
- বাড়তি রিভিউ
- জার্সিতে বাড়তি লোগোর ব্যবহার
কোভিড-১৯ বদলিঃ টেস্ট ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তাঁর বদলি নামাতে পারবে দলগুলো। এটা অনেকটা কনকাশন বদলির মতো; একই ধরনের খেলোয়াড় হতে হবে। যদি ব্যাটসম্যান আক্রান্ত হয় তাহলে বদলি হিসেবে ব্যাটসম্যানই নামাতে হবে। যদি বোলার আক্রান্ত হয় তাহলে বোলারই নামাতে হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বলে থুতু-লালার ব্যবহারে নিষেধাজ্ঞাঃ যদি খেলা চলাকালীন কোনো ক্রিকেটার লালা ব্যবহার করে বল পলিস করে তবে প্রথমবার আম্পায়ার পুরো দলকে সতর্কবার্তা দেবে। এরপরেও যদি দ্বিতীয়বারের মতো এই কাজ করে তবে পাঁচ রান যোগ হয়ে যাবে প্রতিপক্ষের স্কোরবোর্ডে। এছাড়া বলে লালা ব্যবহার করলে জীবাণুনাশক দিয়ে বল জীবাণুমুক্ত করতে হবে আম্পায়ারদের। অবশ্য লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আসলেও ঘামের ব্যবহার নিয়ে কোনো নিষেধাজ্ঞা আসেনি। অর্থাৎ ক্রিকেটাররা ঘাম দিয়ে বল পলিশ করতে পারবেন।
নিরপেক্ষ আম্পায়ারের বদলে স্থানীয় আম্পায়ারদের ব্যবহারঃ আন্তর্জাতিক ক্রিকেটে স্থানীয় আম্পায়ারদের ব্যবহার বাড়ানো হচ্ছে। আর সেই সঙ্গে নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের বাধ্যবাধকতা থেকেই সরে আসছে আইসিসি। টেস্টের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম থাকছে না। টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারি, মাঠের দুই আম্পায়ার, থার্ড আম্পায়ার আইসিসি’র নির্ধারিত থাকবে কেবল চতুর্থ আম্পায়ার থাকবে আয়োজক দেশের।
ওয়ানডে’তে ম্যাচ রেফারি, মাঠের প্রথম আম্পায়ার আইসিসি’র নির্ধারিত আর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আম্পায়ার থাকবে আয়োজক দেশের। আর টি-টোয়েন্টিতে কেবল ম্যাচ রেফারি নির্ধারিত থাকবে আইসিসি’র এছাড়া বাকি সকল আম্পায়ার থাকবে আয়োজক দেশ থেকেই।
বাড়তি রিভিউঃ যেহেতু সব দেশই নিজেদের আম্পায়ার ব্যবহার করবে সেহেতু অভিজ্ঞতার ঘাটতির কারণে বাড়তে পারে ভুল সিদ্ধান্তও। আর তাই তো এদিকটা বিবেচনায় রেখে ইনিংস প্রতি বাড়তি ব্যর্থ রিভিউ যোগ করা হয়েছে। ফলে টেস্টে এখন থেকে প্রতি ইনিংসে তিনটি ব্যর্থ রিভিউ করতে পারবে দলগুলি, সীমিত ওভারে সে সংখ্যা হবে দুটি।
কোড অফ কন্ডাক্ট ভঙ্গের কোনও ঘটনায় আইসিসির ক্রিকেট অপারেশনস টিম এখন থেকে সহায়তা করবে ম্যাচ রেফারিকে। যে কোনো প্রকারের শুনানি অনুষ্ঠিত হবে ভিডিও লিংকের মাধ্যমে।
জার্সিতে বাড়তি লোগোর ব্যবহারঃ আগামী ১২ মাসের জন্য জার্সিতে বাড়তি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি। তবে সেটি ৩২ স্কয়ার ইঞ্চির বেশি হতে পারবে না, যা থাকবে খেলোয়াড়দের বুকের মধ্যে।
এর আগে শুধু সীমিত ওভারের জার্সিতে বুকে লোগো ব্যবহারের অনুমতি ছিল।