লালাক্তিকা !
কবি ও সাংবাদিক- অধ্যাপক আনোয়ারুল ইসলাম
ভেবেছিলাম এ গ্রীষ্ম বর্ষার একাকার দিনে
কোকিল ডাকুক না ডাকুক
কাছাকাছি কোথাও একটু দূরে লুকিয়ে চুরিয়ে
বাসন্তী সাজেই তুমি বাসন্তিকা হয়ে আসবে
সে রকমই অমায়িক সুরে আমাকে ডাকবে…
তা তো নয় যেন মেঘ মল্লার ঝংকার তুলেই
রাজ্যের রক্তের ফুলের ও রঙের যাবতীয় লাল
শরীরে বসনে মিশিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়ালে!
অথচ আশ্চর্য নাটকীয় উপহাসে তুমি
সমৃদ্রের নীল অরণ্যের সবুজ মরুভূমির ধূসরতা
ইত্যাদি জড়ো করে এনে ফেললে তোমার নারীত্বের উঠোনে!
আবার তুমি পাহাড়ের দৃঢ়তা আগুনের সাহসিকতা
ধূমকেতুর তেজোদ্দীপ্ততা ছায়াপথের মগ্নতা
এসব এনে দাঁড়িয়ে দিলে তোমার শরীরের দেয়ালে…
চামড়া ভেদ করে দেখানো নারীর লাল রঙকে
তুমি যে বললে ” পূর্ণ আত্মসমর্পণ “
আমি তাকে বলি চূর্ণ আত্মপ্রদর্শন….
বস্ত্র খুলে সামনে দাঁড়ানো নারীর সুন্দর নগ্নতায়
তুমি দেখতে পেলে ” পূর্ণ বিশ্বাস “
আর আমি দেখলাম পূর্ণ আশ্বাস….
তাই তো আমার হে প্রিয়ন্তী লালাক্তিকা
কপালে তোমার এঁকে দিই আজ রক্তিম রাজটিকা…
———————————————————
২৪ জ্যৈষ্ঠ ১৪২৭। ০৭ জুন ২০২০ খ্রি. ঢাকা ।