নির্বাচনে জন্য পরিবর্তন এবং পরিবর্তনের জন্য নির্বাচন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সাধারন ভোটারদের মধ্যে উৎসাহ আমেজ বৃদ্ধি পাচ্ছে, আর ঠিক তখনি সাধারন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে সড়ব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে লালমনিরহাট-২ আসন তথা কালীগঞ্জ-আদিতমারীতে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উদীয়মান তরুণ জননেতা মমতাজ আলী শান্ত।
পরিবর্তনের বার্তা নিয়ে কালীগঞ্জ-আদিতমারীর ১৬ টি ইউনিয়নের আনাচে কানাচে সাধারন জনগণ, তরুণ ও নতুন প্রজন্মের সাথে কূশল বিনিময় করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। মমতাজ আলী শান্ত শুধু কূশল বিনিময় এর মধ্যে সীমাবদ্ধ থাকেন নি, অসহায় প্রান্তিক জনগোষ্ঠীকে সাধ্যমত সহযোগিতা করে আসছেন। এজন্য খুবি অল্প সময়ের মধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে নিজের নামের সাথে উদীয়মান তরুণ জননেতা যোগ করাতে সক্ষম হয়েছেন।
এছাড়া বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা জনগন থেকে বিচ্ছিন্ন হওয়ায় তরুন প্রার্থী হিসাবে মমতাজ আলী শান্তর গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। কালীগঞ্জ -আদিতমারী-১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসন। দীর্ঘদিন জাতীয় পার্টির (জাপা) রাজত্ব ছিল এই আসনে। এখান থেকে প্রথমে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া মজিবুর রহমান পরে যোগ দেন জাপায়। জাপার টিকিটেই ২০০৮ সাল পর্যন্ত টানা এমপি নির্বাচিত হন তিনি (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া)। তবে জাপা সেই জৌলুশ বর্তমানে হারিয়েছে। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে কমবেশি অভ্যন্তরীণ কোন্দল স্পষ্ট। নেতৃত্ব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। দলীয় কর্মকাণ্ড দেখা না গেলেও ভেতরে-ভেতরে জামায়াতে ইসলামীও সুসংগঠিত হচ্ছে।
ক্ষমতাসীন দলের ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন না থাকায়, লাঞ্ছনা বনছোনায় মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকেই, আর এই সুযোগেই, দেখা দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নতুন মুখ, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতলা এলাকার এক সম্ভ্রান্ত কৃষক আলহাজ্ব আইয়ুব আলীর ছেলে ও আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী (শান্ত)। তিনি বর্তমান সময়ের একজন জনবান্ধব প্রার্থী। কাকিনা ইউনিয়নের কৃতি সন্তান এই মানুষটি। তিনি ছাত্রজীবন থেকে সমাজসেবক, পরোপকারী ও মিষ্টিভাষী ব্যক্তিত্ব। তার কথা গুনে মাধুর্য দেখে মানুষ পাগলের মতো তার কাছে বিপদে আপদে ছুটে যায়। তিনি কখনও অন্যায়ের সাথে আপেষ করেন না। বর্তমানে এলাকায় তিনি মানবিক গুণাবলি সম্পন্ন একজন বহুল আলোচিত ব্যক্তিত্ব। তিনি ছাত্রজীবন হতে অদ্যাবধি ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত।
কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারণ মানুষ ও তরুণ ও নতুন প্রজন্মের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জ-আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি সেমিপাকা মসজিদ নির্মাণ, মাদ্রাসা ও এতিমখানার জন্য পাকা ঘর নির্মাণ, বিভিন্ন রাস্তাঘাটের সংস্কারমূলক কাজ, অসহায় ও প্রতিবন্ধি মানুষের জন্য টিনশেটের গৃহ নির্মাণ, ১০০ এর অধিক আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন, যাতায়াতের জন্য সাকো নির্মাণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, শ্মশান সহ এলাকার গরিব, অসহায় ও অসুস্থ মানুষকে ব্যাক্তিগত ও পারিবারিক উদ্যোগে সাধ্যমত সাহায্য সহযোগীতা করেছেন। তাছাড়া দেশের যেকোন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে আমার এলাকার অসহায় মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী সবধরনের সহায়তা করার চেষ্টা করেছেন। এছাড়াও তিনি নিজ প্রচেষ্টায় জন্মস্থান কাকিনা ইউনিয়নকে স্মার্ট ও মডেল করার কার্যক্রম চলমান রেখেছেন।
এই পরোপকারী মানুষটি মমতাজ আলী শান্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাকিনা চাপারতলা গ্রামের এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে ১৯৮৬ সালে ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। তার পিতা আলহাজ্ব মোঃ আইয়ুব আলী একজন আদর্শ কৃষক এবং আমার মাতা মোছাঃ মোমেনা খাতুন একজন আদর্শ গৃহিনী। তার দাদা মরহুম নুরউদ্দিন ছিলেন একজন নিবেদিত সৎ, সমাজসেবক ও দানশীল ব্যাক্তি ছিলেন । দাদা মরহুম নুরউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের স্ব-পক্ষে নিজ এলাকায় বিশেষ ভূমিকা পালন করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তার দাদার পিতা মরহুম কলবে হোসেন সরদার তৎকালীন কাকিনার রাজবাড়ীর রাজা-রাণীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে একজন বিশ্বস্ত সহযোদ্ধা ও সমাজ সেবক ব্যাক্তি ছিলেন।
এই সমাজসেবক ও শিক্ষানুরাগী মানুষটি কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হইতে ২০০২ সালে এসএসসি ও উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ হইতে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন এবং কৃতিত্বের সহিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১১ সালে বিবিএস (অনার্স)-ফার্স্ট ক্লাস ও ২০১৩ সালে এমবিএস (মাস্টার্স)-ফার্স্ট ক্লাস অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি-তে অধ্যয়নরত আছেন। তিনি চাকুরী ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুডলাক ইন্টারন্যাশন্যাল এর সত্ত্বাধিকারী। তিনি রাজনৈতিক কোন দলের সাথে সম্পৃক্ত নন, তবে তিনি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তিনি ব্যবসায়ীক কাজে বিভিন্ন আন্তজার্তিক সংস্থা, প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে ট্রেনিং, সভা ও সম্মেলনে বিভিন্ন দেশে অংশগ্রহন করেছিলেন। এছাড়াও অতীতে তার বিরুদ্ধে কোন রাজনৈতিক বা ফোজদারী মামলা নাই। বর্তমানে কালীগঞ্জ ও আদিতমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যত সম্ভাব্য প্রার্থী আছেন সবার উপরে জনপ্রিয়তার শীর্ষে মমতাজ আলী শান্ত ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি