লালমনিরহাটের ৩টি আসনের মনোনয়ন পত্র বাছাইয়ে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র বিভিন্ন অভিযোগে বাতিল করেছে জেলা রির্টানিং অফিসার। রোববার(২ডিসেম্বর) জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ। প্রার্থী ৫ জন হলেন- লালমনিরহাট -১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে আবুহেনা মোঃ এরশাদ হোসেন সাজু (স্বতন্ত্র) ও হাবিবুর রহমান বকুল (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী)আসনে মোঃ জাহাঙ্গীর আলম (বিএনপি) ও লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর)আসনে মাহবুবুল আলম মিঠু (স্বতন্ত্র) ও মোঃ শামিম ইশতিয়াক (স্বতন্ত্র)। রির্টানিং অফিসার মোহাম্মদ শফিউল আরিফ বলেন, মনোনয়ন যাচাই বাছাই করে জেলার তিনটি আসনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের ভোটার তালিকাসহ বিভিন্ন অভিযোগে সত্যতা নিশ্চিত হয়ে তাদের মনোনয়ন বাতিল করা হয়। :- ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি