ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : করোনার হটস্পটে পরিণত হচ্ছে লালমনিরহাট। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস তথা (কোভিট-১৯) করোনায় লালমনিরহাটে ১ জন পুলিশ সদস্য ও ২ ব্যাংকারসহ মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার ৫ জন এর মধ্যে ১ জন পুলিশ সদস্য, কালীগঞ্জ উপজেলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী ও কন্যা-২ জন, পাটগ্রাম সোনালী ব্যাংক শাখার ২ জন কর্মকর্তাসহ ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে ৪ জন মহিলা ও ৫ জন পুরুষ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০১ জন এদের মধ্যে ৫২ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত লালমনিরহাটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
এদিকে গত দিন গুলোর তুলনায় আজ হঠাৎ করনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে অনেকটা ভীতি ও আতঙ্ক লক্ষ্য করা গেছে।
জেলার সচেতন নাগরিকগন ছাড়াও সচেতন সমাজের অনেকেই বলছেন, মানুষের মাঝে সচেতনতা না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাট করোনার হটস্পটে পরিণত হচ্ছে।