ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় যাত্রীবাহি বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদ এর ভিত্তিতে ০৪ জানুয়ারি রোজ সোমবার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুকের নির্দেশে উপ পরিদর্শক মাহামুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স তিস্তা টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়,সংবাদ অনুযায়ী ময়মনসিংহগামী যাত্রীবাহি কর্নফুলী স্পেশাল বাসটিকে আটক করে এসময় বাসটির হেল্পার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ডিবি পুলিশের সন্দেহ বাস্তবেরুপ নেয়, পরে বাসটি তল্লাশি করে পঞ্চান্ন কেজি (৫৫) গাঁজা উদ্ধার করে।
এসময় বাসটির চালক মহেন্দ্রনগর ইউনিয়ন এর পশ্চিম ডাকনাই গ্রামের এছাহাক আলীর পুত্র হাফিজুর রহমান ড্রাইভার (৩৩) ও তালুক খুটামারা গ্রামের রফিকুল ইসলামের পুত্র নুরনবী ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি লালমনিরহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক বলেন,গোপন সংবাদ ছিলো কালীগঞ্জ উপজেলার ভোটমারীহতে মাদকের একটি বড় চালান ঢাকা বা তার আশেপাশে যাবে মূলত এর ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি যাত্রীবাহি বাস এবং গাঁজা পরিবহনের সাথে সংপৃক্ত দুজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, ‘ পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধেও মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।