লালমনিরহাট-রংপুর মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল মাহমুদুল হক (৪০) নামে একজন শিক্ষকের। সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা লালমনিরহাট-রংপুর মহাসড়কের লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষক মাহমুদুল হক লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকার মৃত সোলায়মান আলী ছেলে। তিনি তিস্তা চর গোকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে হাড়িভাঙ্গা এলাকায় বিপরিত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহমুদুল হক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।:- ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনি