ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছেন।
উল্লেখ্য ২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের চাকুরী গণনা ও আর্থিক সুবিধাদির বৈধ প্রাপ্যতা অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন-১ অধিশাখা কর্তৃক জারিকৃত গত ১২ আগস্ট ২০২০ইং তারিখ অর্থ ইস্যুকৃত পত্রের মাধ্যমে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা ফেরৎ চাওয়ার প্রতিবাদে এবং উক্ত পত্র প্রত্যারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রবিবার বেলা ১২ টায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শিক্ষকবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।
এর আগে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার আহবায়ক গোলাম ফারুক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক নেতা আলহাজ্ব জামাল উদ্দিন, জহুরুল হক, জেলা কমিটির সদস্য সচিব রিয়াজ শহীদ প্রমূখ।
এ সময় তারা বলেন, অবিলম্বে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের এই দাবি কার্যকর করার জন্য। অন্যথায় জাতীয়করণ কৃত শিক্ষক মহাজোট কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।