লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা ভোটমারি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মুসা ছোটন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে ১জনকে গ্রেফতার করেছে।
আবু মুসা ছোটন (৩২) হাজির স্কুল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। আবু মুসা ছোটন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ভোটমারি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
জানা গেছে, মঙ্গলবার ৪ঠা এপ্রিল সন্ধ্যা ৭টায় কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রলীগ নেতা আবু মুসা ছোটন ছুরিকাঘাতের স্বীকার হন। ছুরিকাঘাতের পর ছোটনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে রক্তাত্ব অবস্থায় ছোটন কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,অতিরিক্ত রক্তক্ষরনের কারনে পথেই ছোটনের মৃত্যু হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহঃ সভাপতি আবু মুসা ছোটন (৩২) ইফতারির পর বাড়ির পাশে ফেডারেশন এর কাছের একটি দোকানে বসে চা খাচ্ছিলো, এ সময় ছোটনের চাচাতো ভাই পলাশ সহ কয়েক জন যুবক কথা আছে বলে ছোটন কে ডেকে নিয়ে পাশের শ্রতিধর জামির বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। পলাশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটন কে মারধর শুরু করে, পলাশের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোটন কে এলোপাথারি ছুরি মারলে মাটিতে পড়ে যায়। ছোটনের আত্মচিৎকারে আশে পাশের লোক ছুটে আসলে এসময় ধারালো ছুরি সহ পলাশ কে আটক করে স্থানীয় এলাকাবাসী।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার সাথে সম্পৃক্ত সন্দেহে একজন কে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম পলাশ, সে শ্রুতিধর জামির বাড়ী গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র বলে জানা গেছে। অধিকতর তদন্ত করে হত্যাকান্ডের কারন জানা যাবে বলে পুলিশ জানায়।
এদিকে ছাত্রলীগের সাবেক নেতা ছুরিকাঘাতের ঘটনায় ছোটনের পরিবারসহ কালিগঞ্জ উপজেলায় শোক নেমে এসেছে। এলাকাবাসী এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করেছে।
এ ঘটনায় গভীরশোক জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান