ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি: বর্তমানে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে তারই পরিপ্রেক্ষিতে নানা জল্পনা-কল্পনার পর প্রার্থীতা ফিরে পেয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চেয়ারম্যান প্রার্থী সরওয়ার হায়াত খান। এক আবেদনের প্রেক্ষিতে সোমবার, ১৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩ টার দিকে হাইকোর্টের একটি বেঞ্চ তার প্রার্থী হওয়ায় কোন বাঁধা নেই বলে রায় দেন।
আজকে সন্ধায় এ তথ্য জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরওয়ার হায়াত খান।
এর আগে মনোয়নপত্র দাখিলের পর সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করেন রিটানিং কর্মকর্তা। ফলে ওই পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেন সরওয়ার হায়াত খান। এরপরেও আপিল কর্মকর্তা তাঁর প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন। ফলে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে যান এবং প্রার্থীতা ফিরে পান বলে জানান সরওয়ার হায়াত খান।
এদিকে সরওয়ার হায়াত খানের প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে হাতীবান্ধায় তার ভক্ত অনুসারীদের মধ্যে খুশির জোয়ার নেমে এসেছে। অনেকেই এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ লিখেছেন ‘এবার জমবে ভোটের মাঠ’।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতি শেষে আ.লীগের বিভিন্ন পদে দীর্ঘ ৩৯ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সরওয়ার হায়াত খান। পেশায় শিক্ষক সরওয়ার হাতীবান্ধাজুড়ে সবার কাছে ‘স্যার’ হিসেবেই বেশি পরিচিত।
ইউপি নিবার্চন থেকে শুরু করে সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীকে জেতাতে মাঠ চষে বেড়িয়েছেন তিনি। জয়ও পেয়েছেন প্রায় সবক্ষেত্রে। দলের বিভিন্ন সংকটে গঠনমূলক ভুমিকা রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় আ.লীগের ‘থিংক ট্যাংক’ হিসেবেও পরিচিত হয়ে ওঠেন তিনি।
সেই সরওয়ার হায়াত খান এবার উপজেলা চেয়ারম্যান পদে লড়তে দলীয় মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু বর্তমান উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে মনোনয়ন দেয় আওয়ামীলীগ। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সরওয়ার হায়াত খান জানান, দীর্ঘ ৩৯ বছর ধরে আ.লীগের বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি । তার প্রয়াত বাবা মাহাতাব উদ্দিন খান এক সময় হাতীবান্ধা উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগের রাজনীতি করায় কারাভোগও করেছেন সরওয়ার।
১৯৮৫ সালে স্থানীয় এমপি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সাথে আ.লীগের রাজনীতি শুরু করেন তিনি।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ছিলেন দলটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত হাতীবান্ধা উপজেলা আ‘লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন সরওয়ার হায়াত খান।
এরপর ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৭ বছর উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে লালমনিরহাট জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
সরওয়ার হায়াত খান বলেন, ‘দলীয় মনোনয়ন না পেলেও আওয়ামীলীগের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষজন আমাকে উপজেলা চেয়ারম্যান পদে চাইছেন। তাই তাদের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি’।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই কমিটি আমার প্রার্থীতা বাতিল করলেও আজ সোমবার হাইকোর্টের ৬ নম্বর বেঞ্চ আমাকে প্রার্থীতা ফিরিয়ে দিয়েছেন’।