ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও ক শ্রেণীর মাদক বত্রিশ (৩২) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ১২/০১/১৯ তারিখ রাত্রে কালীগঞ্জ থানার গোড়ল এলাকায় অভিযান চালিয়ে ০৮ বোতল ফেন্সিডিল ও ৩২(বত্রিশ) পিস্ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী,গোড়ল ইউনিয়ন এর মালগড়া এলাকার মোঃ ছফির উদ্দিন এর পুত্র আব্দুল মতিন (৩২) কে মাদক বিক্রিরত অবস্থায় গ্রেফতার করেছে।
গ্রেফতারের বিষয়ে অভিযান পরিচালনার দায়ীত্বে থাকা কালীগঞ্জ থানা পুলিশ এর উপ পরিদর্শক বাদল কুমার মন্ডল বলেন গোপন সংবাদ ছিল বেশকিছ দিন যাবত আটককৃত মাদক ব্যবসায়ী গোড়ল ইউনিয়ন এর বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল তারই পরিপ্রেক্ষিতে রাত্রে মালগড়া এলাকায় অভিযান চালিয়ে মতিনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিতকরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবিক্রিরত অবস্থায় উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ সংক্রান্তে কালীগঞ্জ থানার মামলা নং- ১৭, তাং- ১২/০১/১৯ ইং। ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের- ১৩(খ)/১০(ক) রুজু হয়েছে।