আন্তর্জাতিক ডেস্কঃ ভারতজুড়ে ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত। আর লাদাখের বেস ক্যাম্পে হাড়কাঁপুনি শীতে সেনাবাহিনীর জওয়ানদের যাতে কোনও খুব অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এপ্রিল থেকে চিনের সঙ্গে যে সংঘাত চলছে, তা মেটার নাম নেই। সেই কারণে শীতে ফরওয়ার্ড বেসে হাজার হাজার সেনাদের থাকার জন্যই এই ব্যবস্থা।
আর্মি সূত্রে খবর, অনেক জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ হতে পারে। কিছু জায়গায় ৩০-৪০ ফিট অবধি বরফ পড়ে। সেই কারণে এবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, পানি, হিটারের। এছাড়াও জওয়ানদের স্বাস্থ্য ও ক্যাম্পে পরিচ্ছনতার ওপর নজর দেওয়া হয়েছে রিমডেলিংয়ের সময়। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ এবার ভারতীয় সেনা।
#WATCH Eastern Ladakh: In order to ensure operational efficiency of troops deployed in winters, Indian Army has completed establishment of habitat facilities for all troops deployed in the sector. pic.twitter.com/H6Sm5VG541
— ANI (@ANI) November 18, 2020
এদিকে, আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরেক অফিসার। এর আগেই আমেরিকা থেকে বিশেষ ঠান্ডায় পরার পোশাক আমদানি করেছে ভারত। লেমোয়ার অন্তর্গত ১৫ হাজার সেট extended cold weather clothing system (ECWCS)-এর অর্ডার দিয়েছিল ভারত।
এবার সেনাবাহিনী যাতে ভালো ভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাও করা হল। চিনের সঙ্গে আট দফা সামরিক স্তরে কথা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমাধানসূত্র বেরোয়নি। আর চিন বলছে ভারত আগে সেনা সরাক যেটা মানতে রাজি নয় নয়াদিল্লি।