স্পোর্টস ডেস্কঃ লাঞ্চ বিরতির পর মাঠে ফিরেই লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (১৬ মে) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে শ্রীলঙ্কা।
এদিকে লাঞ্চ বিরতির আগে জোড়া আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন নাঈম। টাইগার বোলারদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া দুই লঙ্কান ব্যাটার দীনেশ চান্ডিমাল ও এঞ্জেলো ম্যাথুসের ১৩৬ রানের জুটি ভাঙ্গেন তিনি। বিরতিতে যাবার আগে চান্ডিমালকে ফেরান ৫৪ রানে।
আর বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারের দ্বিতিয় বলেই সাকিব তুলে নেন রমেশ মেন্ডিসকে। মাত্র ১ রান করা রমেশ হন ক্লিন বোল্ড। পরের বলে আবারও উইকেট নেন সাকিব। এবার শিকার নতুন ব্যাটার লাসিথ অ্যাম্বুলডনিয়া। এলবির আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলে বাঁচতে পারেননি লাসিথ। হ্যাট্রিকের দারুণ সুযোগ পেলেও পরের বলটা ফিরিয়ে দেন আভিস্কা ফার্নান্দো।
উল্লেখ্য, লাঞ্চ বিরতির পর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৩০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত রয়েছেন ১৪৯ রানে। প্রথমদিন ২৫৮ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ ও তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রানে।