স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৫ম তম দিন সকাল থেকে বেশ আগ্রাসী ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিস মিলে চড়াও হতে থাকেন সাকিব-তাইজুলদের ওপর। কিন্তু তাইজুল ইসলামের জোড়া আঘাতে সেই চাপ কাটিয়ে খেলার লাগাম আবার নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।
লাঞ্চের আগে দুই উইকেট শিকার করেন তাইজুল। এরপর লাঞ্চ থেকে ফিরে আবারও লঙ্কান শিবিরে তাইজুলের হানা দেখা যায়। ৫২ রান করা করুণারত্নেকে নিজের ঘূর্ণির ফাদে ফেলেন তাইজুল।
বাংলাদেশের জন্য গতকাল ৪র্থ দিনের বিকেলটা আনন্দময় করে দিয়েছিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ বিকেলে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিয়েছিল। ওশাদা ফার্নান্দোকে রান আউট করার পর নাইট ওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে বোল্ড করেছিলেন তাইজুল। আজ সকালের সেশনে দুটি এবং লাঞ্চের পর পর করুণারত্নেকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিলেন তিনি।
লাঞ্চের পর প্রথম ওভারেই ফিফটি ছুয়েছিলেন করুণারত্নে। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি।। তাইজুলকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইগার অধিনায়ক মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন করুণারত্নে। মুমিনুল নিজের ডানদিকে ঝাঁপ দিয়ে ভালো ক্যাচ ধরেন। করুণারত্নে ফেরেন ৫২ রান করে।
উল্লেখ্য, এ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান। ইতোমধ্যে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৯৩ রানের লিড নিয়েছে। আর লঙ্কানদের পাঁচ উইকেটের ৪ টিই নিয়েছেন তাইজুল।