অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আবার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডর।
ম্যাচে কাতারকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের সূচনা করলো ইকুয়েডর। দলটির হয়ে গোল দুটি করেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ৫ম মিনিটে গোল পেয়েই গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। তবে অধিনায়ক ভ্যালেন্সিয়ার সেই গোল ভিএআরে দেখে অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। পরে অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে।
ম্যাচের ১৫তম মিনিটে কাতার গোলরক্ষক ইকুয়েডরের এই অধিনায়ককে ডি বক্সের মধ্যেই ফাউল করলে পেনাল্টি পায় লাতিন আমেরিকার দলটি। স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি ভ্যালেন্সিয়া। ম্যাচের ২য় গোলটি ইকুয়েডর আদায় করে ম্যাচের ৩১তম মিনিটে। প্রিকাইডোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোলের দেখা পায়নি কোনো দল।