সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাকর হার নিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। এই ম্যাচে সহজ লক্ষ্য নির্দিষ্ট ওভারের মাঝে তাড়া করতে পারলেই টি-২০ বিশ্বকাপের সেমিতে উঠতে পারতো টাইগাররা। তবে বিধি বাম, ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ।
মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৭.৫ ওভারে ১০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। আর এতে আফগানরা পেয়ে যায় তাদের স্বপ্নের জয়। ভারতের সাথে উঠে গেল সেমিফাইনালে। সেমিফাইনালে বাংলাদেশকে উঠতে হলে সমীকরণ ছিল আফগানিস্তানের দেওয়া লক্ষ্য ১২.১ ওভারে তাড়া করে ম্যাচ জিততে হবে। অবশ্য ১২.৫ ওভারে জিতলেও হবে, সেক্ষেত্রে ১১৯ রান করতে হবে টাইগারদের। কিন্তু বরাবরের মতো সবাইকে হতাশ করে লজ্জাকর হার নিয়ে বাংলাদেশ শেষ করল নিজেদের বিশ্বকাপ মিশন।
আফগানিস্তানের হয়ে গুরবাজ ৫৫ বলে করেন ৪৫ রান। অন্যদিকে বাংলাদেশের হয়ে লিটন দাস ৪৯ বলে করেন ৫৪ রান। এছাড়া ম্যাচে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। আর একটি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজুর। এবং আফগানিস্তানের রশিদ খান ও নাভিন নেন ৪টি করে উইকেট। গুলবাদিন নেন একটি উইকেট।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৬ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)