মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ গত কয়দিনের অনবরত বৃষ্টির কারনে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা আসেপাশের চরাঞ্চলের সয়াবিন চাষীদের স্বপ্ন তলিয়ে গেছে পানিতে। ফসল ঘরে তোলার আগ মূহুর্তে অতি বৃষ্টিতে সয়াবিন ক্ষেতে পানি জমে গেছে। এতে দিশে হারা হয়ে পড়েছেন সয়াবিন চাষীরা। আর কয়দিন পরেই চাষীদের সয়াবিন ঘরে উঠত। সব স্বপ্নই ম্লান হয়ে গেছে।
কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলায় এবৎসর প্রায় ৭ হাজার ৩শ হেক্টর জমিতে সয়াবিনের চাষ করা হয়। টানা কালবৈশাখি ঝড় ও শিলা বৃষ্টিতে সয়াবিন ফসলের ব্যাপক ক্ষতি হয়। টানা বৃষ্টিতে সয়বিনের ফসল পানিতে ডুবে যায়। পঁচন ধরেছে সয়াবিন গাছে, হলুদ হয়ে গেছে গাছ গুলো। এমন অবস্থায় সয়াবনি চাষীরা ক্ষতির মুখে পড়েছে। সয়াবিন চাষীদের মুখের হাঁসি কেড়ে নিয়েছে কাল বৈশাখি ঝড়।
উপজেলার উপকূলীয় চরলক্ষী, মিয়ারহাট, কানি বগার চর, চরবংশী, জালিয়ার ও বেঁড়িবাধের বাইরের এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।
মেঘনার তীরে জেগে ওঠা কয়েকটি চর ৪ ইউনিয়নে সয়াবিনের চাষ করা হয়। রায়পুরের একটি অন্যতম অর্থকরি ফসল হল সয়াবিন। প্রতিবৎসর রায়পুরের কৃষকরা সয়াবিন চাষ করে সেগুলো পাইকারদের কাছে বিক্রি করে। এই বৎসর কৃষকদের কান্না আর কিছুই করার নেই।