জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর: ২০(অগস্ট)মঙ্গলবার পাওনা টাকা চাওয়ায় রায়পুর আহসান উল্যার সর্দার (৬২) নামে এক কৃষককে কুপিয়ে আহত করা হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ আগষ্ট) উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের দক্ষিন পাশে।
মঙ্গলবার (২০ আগষ্ট) থানার মামলার এজহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে হায়দরগঞ্জ বাংলাবাজার এলাকার জাকির মাতাব্বরকে সয়াবিনের ব্যবসার জন্য ৩ লাখ টাকা ধার দেন চর আবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক আহসান উল্যা। কিন্তু জাকির আহসান উল্যাকে পাওনা টাকা দিচ্ছে না বরং হয়রানী করে আসছিল। উক্ত টাকা আদায়ের জন্য বিভিন্ন সময় শালিশ বৈঠক হলেও এতে জাকির বারবার সময় নেওয়ার পর ও টাকাগুলো পাওনা টাকা পরিশোধ করে না । রবিবার আবারও ওই টাকা জাকিরের কাছে চাইতে গেলে আহসান উল্যার সাথে কথা কাটাকাটি হয়। “এ টাকা দিতে পারব না, পারলে নিস এবং শালিশদারদের শালিশ মানি না”-এ কথা বলে জাকির উত্তেজিত হলে হতাশ হয়ে আহসান উল্যা তার বাড়ীতে যাওয়ার জন্য রওনা হন। এ সময় পথরোধ করে পূনরায় জাকিরসহ তার দুই ছেলে মনোয়ার হোসেন, সরোয়ার ও শ্যালক সাইফুল ইসলাম আহছান উল্যাকে বাঁশ, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যার চেষ্টা চালালে এতে আহসান উল্যা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ে। এতে তার ৪টি দাত ভেঙ্গে যায়। এ সময় আহছান উল্যার পকেটে থাকা দেড় লাখ টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।