সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেনের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, খাস জমি দখল সহ এমনকি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তার এহেন কর্মকান্ডে সাধারণ এলাকাবাসী অতিষ্ঠ।
বিভিন্ন সুত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ পান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন। অথচ এখনো জাতীয় পার্টির সহ সভাপতি পদে বহাল আছেন মোজাফফর হোসেন। ২০০৫ সাল থেকে দাঁতভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
জাতীয় পার্টির নেতা কিভাবে যুবলীগের সাধারণ সম্পাদক হয় জানতে চাইলে তৎকালীন রৌমারী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম বলেন, কমিটি করার সময় জানতাম না তিনি জাতীয় পার্টির রাজনীতি সাথে যুক্ত। অবশ্যই পরে নেতাকর্মীদের কাছ থেকে শুনিছি। ২০২১ সালের ১৫ আগষ্টের একটি পোষ্ট কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের কর্মী সেলিম মিয়ার নামে মামলাও করেছিলেন মোজাফফর হোসেন। ওই মিথ্যা মামলায় পরে সেলিম মিয়া জামিন পান। মোটকথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এ ব্যাপারে রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।