অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল ঢুকানোর অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসিএলএসডি) মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢুকানো হচ্ছে এবং আরও ৭৭ বস্তা চাল গুদামে ঢুকানোর অপেক্ষায় রয়েছে এমন সংবাদ পান রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ১৭৩ বস্তা চাল ও আগেই ঢুকানো ১৯ মেট্রিক টন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করেন।
এ প্রসঙ্গে রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস সালাম জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন করা হবে।