কী করলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া যাবে, সেই জল্পনায় ঘুম হারাম হওয়ার যোগাড় সব ক্লাবের। ক্ষুদে জাদুকরকে দলে ভেড়াতে ক্লাবগুলো একের পর এক অফার নিয়ে হাজির হচ্ছে। শুক্রবার রাতে হঠাৎ ছড়িয়ে পড়ে, সাবেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি হচ্ছে মেসির। তবে সেটি পুরোপুরি গুঞ্জন নয়। বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে মেসিকে ফেরাতে যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তার শিবিরের সঙ্গে যোগাযোগ করেছি।’
এদিকে, একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম বলছে, নতুন করে মেসির ব্যাপারে আগ্রহী হয়েছে আল হিলাল। এমনকি তারা নাকি আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে রোনালদোর চেয়ে বেশি বেতন দিতে প্রস্তুত। যদিও টাকার অঙ্ক কত, সেটি নিশ্চিত হওয়া যায়নি। রোনালদোকে পেতে সৌদি ক্লাবটির খরচ হয়েছিল ২১ কোটি ডলার। মেসিকে পেতে এখন তার চেয়েও নাকি বেশি দিতে চায় আল হিলাল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর মেসিরও একই লিগে যাওয়ার আলাপ ওঠে। সেই সময় শোনা যায়, মেসিকে পেতে আল হিলাল ৩০ কোটি ডলারের প্রস্তাব নিয়ে আসছে। যদিও পরে জানা যায়, এই প্রস্তাবের বিষয়টি সত্য নয়।
অন্যদিকে, বেতনের রেকর্ড গড়ে মেসির আল হিলালের যাওয়ার পথে আবার বড় বাধার নাম বার্সেলোনা। মেসি ও বার্সা একসময় সমার্থক হয়ে উঠেছিল। মনে হচ্ছিল, কাতালান ক্লাবটিতেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন জাদুকর। কিন্তু দু’বছর আগে নাটকীয় এক দলবদলে মেসি বার্সা ছেড়ে পিএসজিতে চলে যান। পরে অবশ্য অনেকবারই তিনি ভবিষ্যতে আবার কাতালান ক্লাবটিতে ফেরার কথা জানিয়েছিলেন।
তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে অশ্রুসিক্ত নয়নে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে তিনি পাড়ি জমান প্যারিসের ক্লাব পিএসজিতে। যাদের সঙ্গে চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পিএসজি মেসিকে চুক্তি নবায়নের আহবান জানালেও তাতে সাড়া দেননি মেসি। তবে সম্প্রতি ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়, দলটির আরেক তারকা কিলিয়ান এমবাপের সমান বেতন দাবি করেছেন। যা পিএসজির জন্য ব্যয় করা সম্ভব নয় উল্লেখ করে মেসির এখানকার অধ্যায়ের ইতি ঘটার ইঙ্গিত দেওয়া হয়।
ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, মেসির আর্থিক চাহিদা এবং চুক্তির মেয়াদ ঠিকঠাক না হওয়ার কারণে মূলত ঝুলে আছে আর্জেন্টাইন তারকার প্যারিস-ভবিষ্যৎ। দুই পক্ষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মেসিকে পাওয়ার লড়াইয়ে এখন এগিয়ে এসেছে একাধিক ক্লাব।