স্পোর্টস ডেস্ক/S.H:
গতকাল ছিল জার্মানির জন্য “ডু অর ডাই”-এর দিন। প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আত্মঘাতি গোলে হার দিয়ে ইউরো শুরু করতে হয়ছিল শক্তিশালী জার্মানিকে। তাই নক আউটের দৌড়ে নিজেদের টিকে রাখতে পর্তুগালের সাথে জয়টা ছিল একমাত্র ভরসা। গতকাল ৪-২ গোলে পর্তুগালকে হারিয়ে নক আউটের দৌড়ে এখন রয়েছে জার্মানি।
গত শনিবার ছিল ইউরোর “এফ” গ্রুপের লড়াইয়ের দিন। একদিকে পর্তুগাল-জার্মানি, অন্যদিকে ফ্রান্স-হাঙ্গেরি। আগের খেলায় কপাল খারাপ থাকায় হার দেখতে হয়েছে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা জার্মানিকে। অন্যদিকে হাঙ্গেরির বিপক্ষে দারুণ জয় দিয়ে ইউরো শুরু করেন রোনালদোর পর্তুগাল। ১৯ জুন শনিবার মুখোমুখি হয় পর্তুগাল-জার্মানি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আক্রমণাত্মক খেলা। গোল দিতে মরিয়া হয়ে উঠা জার্মানিকে গোল খেতে হয়েছে প্রথমে। ১৫ মিনিটে পর্তুগালের হয়ে গোল করেন সিআর সেভেন। দারুণ এই গোলে এগিয়ে গেলেও ডিফেন্স শক্ত রাখতে পারেনি ফার্নান্দো সান্তোসের দল। ম্যাচের ৩৫ মিনিটে নিজেদের জালেই বল পাঠান পর্তুগীজরা। আবার একই ঘটনা ঘটে ৩৯ মিনিটেও। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন রাফায়েল গুয়েরেইরো। ফলে লিড নিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করেন গতিশীল জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন জার্মান ফুটবলার কাই হ্যাভারটজ। ৬০ মিনিটের মাথায় আরও একটি গোল যোগ করেন জার্মান ফুটবলার রবিন গোসেন। চার গোল খেয়ে পর্তুগালের অবস্থা যখন একেবারেই শোচনীয় তখন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিয়েগো। এরপর অনেক চেষ্টার পরও গতিশীল জার্মানির সাথে সমতা আনতে পারেনি ক্রিশ্চিয়ান রোনালদোর দল। ৪-২ গোলে জার্মানির কাছে হেরে মাঠ ছাড়েন সান্তোসের দল। এদিকে নিজেদের প্রথম জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আসা বাঁচিয়ে রাখলো শক্তিশালী জার্মানি। আগামী ২৩ জুন হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে জার্মানি।