পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি দেহ শোয়ানো রয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
সংঘর্ষের কিছু ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত সেসব ভিডিওতে স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করাার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে।’
স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, গিনির জান্তা লিডার মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের ম্যাচ ছিল এটি। ২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলফা কোন্দেকে সরিয়ে দেশটির ক্ষমতা দখল করেন মামাদি দোমবুয়া। পরে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন।
২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত গিনির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মামাদি দোমবুয়া। এক পর্যায়ে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই সেনা কর্মকর্তা। যদিও পরে তিনি বলে দেন, ক্ষমতা ছাড়বেন না।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম