রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ী চালক হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মমিন কে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। সোমবার (২৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন।
তিনি জানান, নিহত সম্রাট (৩০) পাবনার ঈশ্বরদী থানার মধ্য অরনকোলা রিফুজি কলোনীর আবু বক্কর সিদ্দিকের ছেলে।প্রায় তিন বছর যাবত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিম কোম্পানীর পরিচালকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। চালক সম্রাট প্রতিদিন রাত সাড়ে ১০ টার দিকে ডিউটি শেষ করে নিজ বাড়িতে ফেরত যেতেন।
এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজির এক পর্যায়ে তারা জানতে পারে যে সম্রাট অফিসের গাড়িসহ বাঁশেরবাদা মধ্যপাড়ায় তার বন্ধু আব্দুল মমিনের বাসায় গিয়েছিলো। সেই সূত্র ধরে মমিনের স্ত্রী সীমার কাছে সম্রাটের ব্যাপারে জানাতে চাইলে সে উত্তেজিত হয়, তিনি জানান ২৫ মার্চ সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার আড়িয়াবান্দা গ্রামের সিলাইদহ ঘাট নামক স্থান হতে একটি সাদা জিপ গাড়িসহ চালক সম্রাটের বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে,র্যাব ৩ এর সহযোগিতায় র্যাব-১২ অভিযান চালিয়ে ২৬ মার্চ দিবাগত রাতে ঢাকার হাতিরঝিল থানার বাংলা মোটর এলাকা হতে হত্যা মামলার আসামি,পাবনার ঈশ্বরদী থানার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁ এর ছেলে আব্দুল মমিন আটক করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান