রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিরপুর, কুর্মিটোলা,
উত্তরা, কল্যাণপুর তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে এসব ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রান চেষ্ট্রা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারছে না। পর্যাপ্ত রাস্তা না থাকায়
ঐ স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানো সম্ভব নয়। এছাড়া প্রচুর উৎসুক জনতার কারনেও
আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। সাথে রয়েছে বাতাসের চাপ। বার বার উৎসুক
জনতাকে দুরে সড়িয়ে দেয়ার চেষ্টা করেও ব্যার্থ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার এ কথা জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে
ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।