রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান ইউক্রেন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বুধবার (২৪ জানুয়ারি) বিমানটি ৬৫ জন ইউক্রেনীয় বন্দী ও ছয় জন ক্রু সহ বিধ্বস্ত হয়।
স্থানীয় রিয়া নভোস্তি নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিমানটিতে মূলত ৬৫ টি জন ইউক্রেনীয় বন্দি ছিল। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ বিমান দুর্ঘটনা বিষিয়ে নিশ্চিত করলেও এ বিষয়ে তেমন কোন তথ্য দেননি।
তবে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু নিহত হয়েছেন।ইউক্রেন রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম