স্পোর্টস ডেস্কঃ সেরা দল অনেক সময় শিরোপা জেতে না বলে মনে করেন লিওনেল মেসি। আর এই কথাটা তিনি বলেছেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে। ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদকে তিনি এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা দল মনে করেন না।
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, টুর্নামেন্টের সেরা দলই যে শিরোপা জিতবে ব্যাপারটা আসলে তেমন নয়। চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি নির্ভর করে বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের খেলা খেলছে সেটির ওপর। কিছু নির্দিষ্ট মুহূর্ত আছে যেখানে আপনার সঙ্গে অন্যের মানসিক লড়াই থাকবে আর সেটি জিততে হবে। আর এই ধরনের পরিস্থিতিতে সামান্য ভুলের মাশুল দিতে হয়। ওই পরিস্থিতিগুলো নিয়ে যে দলের প্রস্তুতি সবচেয়ে ক্ষুরধার হয় চ্যাম্পিয়নস লিগ তারাই জিততে পারে।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে পিএসজির কাছে প্রথম লেগে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমার হ্যাটট্রিকেই সে ম্যাচ ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল। এদিকে রিয়ালের কাছে সেই ম্যাচে হারের পর দলের খেলোয়াড়রা আঘাত পেয়েছেন বলে জানান মেসি। আর্জেন্টাইন এই তারকা বলেন, রিয়াল সে ম্যাচে তাদের শেষ করে দিয়েছিল। সে ম্যাচের ফল তাদের জন্য বিরাট একটা আঘাত ছিল।
উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর মেসি রিয়াল এর বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। তবে প্রথম লেগে ন্যূনতম ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে যে এমন কিছু হতে যাচ্ছে তা জানতেন তিনি। মেসি বলেন, তিনি আগেই জানেন রিয়াল মাদ্রিদ কী জিনিস! তিনি জানতেন যে এমনটা হতে পারে।