রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে ‘ডোম ইনো’ কে স্থায়ীভাবে বহিস্কার ও সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতাবৃন্দ।
শনিবার (৩০ নভেম্বর) ভুক্তভোগী জমির মালিক ও ফ্ল্যাটের ক্রেতাবৃন্দদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এদিন ভুক্তভোগী জমির মালিক ফ্ল্যাটক্রেতারা জানান, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও আপাদমস্তক প্রতারক এক রিয়েল এস্টেট কোম্পানি ডোম ইনো এর বিরুদ্ধে আমরা শতাধিক ভুক্তভোগী সংঘবদ্ধ হয়ে উল্লেখযোগ্য কিছু কর্মসূচি গ্রহণ করেছি। ডোম ইনোর সাথে সকল জমির মালিকদের চুক্তিপত্র বাতিল ও ক্ষতিপূরণ প্রদান, ফ্ল্যাটক্রেতাদের জনা ন্যায্য ব্যবস্থাগ্রহণ, ডোম ইনোর স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধকরণ ও ডোম ইনোর রিহ্যাবের সদস্যপদ বাতিলকরণের দাবিতে ইতিমধ্যে আমরা সংবাদ সম্মেলন, প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ডোম ইনোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজউক চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি।
তারা আরও জানান, রিহ্যাব অফিসেও আমরা একাধিকবার উপস্থিত হয়ে ডোম ইনোর রিহ্যাব সদস্যপদ বাতিলের জন্য লিখিত ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছি। কিন্তু, তারা নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে। তাছাড়া ডোম ইনোর এসব নানা অপকর্মকে উপেক্ষা করে তারা গত বছর রিহ্যাব মেলায় ডোম ইনোকে “গোল্ড স্পন্সরশিপ” প্রদান করেছে। এ নিয়ে রিহ্যাব মেলায় সচেতন ফ্লাটেক্রেতারা প্রতিবাদ জানিয়েছেন। প্রতিরোধের মুখে ডোম ইনো বাধ্য হয়েছে রিহ্যাব মেলা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে।
ভুক্তভোগীরা আরও জানান, গত আগস্টে দেশে ক্ষমতার পট পরিবর্তিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানেই লাগছে পরিবর্তনের হাওয়া। আমরা মনে করি, রিহ্যাবকেও কুখ্যাত ডোম ইনো নিয়ে নতুন করে ভাবতে হবে। রিহ্যাবের নতুন কমিটি বরাবর একটি স্মারকলিপি প্রদানপূর্বক দুটি দাবি পেশ করছি-১। ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানের রিহ্যাব সদস্যপদ বাতিল করতে হবে এবং ২। রিহ্যাব থেকে ডোম ইনো নামধারী সকল প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। আশা করি, রিহ্যাব শত শত ভুক্তভোগীর উপরোক্ত দাবিসমূহ মেনে নেবে। এতে করে রিহ্যাবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এমনকি জমির মালিকেরা জেনে শুনে চুক্তিবদ্ধ হবেন। তেমনি ফ্ল্যাট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিরাও এমন কোম্পানি হতে ফ্ল্যাট কেনা থেকে বিরত থাকবেন। রিহ্যাব কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে উক্ত দাবিসমূহ বাস্তবায়ন না করলে রিহ্যাবের বিরুদ্ধে আমরা কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহণে বাধা হবো।
আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:০৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি