ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। দুই পর্ব মিলিয়ে তারা জিতল ৫-১ গোলে। ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যানচেস্টার সিটির হয়ে গোলগুলি করেন বার্নাডো সিলভা, ম্যানুয়াল আকাঞ্জি, জুলিয়ান আলভারেজ।
ম্যাচ জিতার পর সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা বলেন, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই পারফরম্য়ান্স একটা বড় সন্তুষ্টি। এই ম্য়াচে জয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের আরও কাছে চলে এল সিটি। ১৯৯৮/৯৯ মরশুমে ইউনাইটেড ত্রিমুকুট জিতেছিল। এবার আর ৩ টা ম্যাচ জিততে পারলে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড স্পর্শ করবে ম্যানচেস্টার সিটি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রিমিয়ার লিগ জিততে শেষ তিন ম্যাচে সিটির দরকার আর ৩ পয়েন্ট। এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে সিটির ঘরে আসবে এফএ কাপ। ৩ জুন আয়োজিত হবে এই ম্য়াচ। আর ১০ জুন চ্যাম্পিয়ন্সপ লিগের ফাইনালে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইস্তানবুলে আয়োজিত হতে চলা এই ম্যাচে এগিয়ে থেকে নামবে ম্যানচেস্টার সিটি।
প্রসঙ্গত, গত মরশুমে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ করে দিয়েছিল। তবে এবার সিটি অন্যরূপে নেমেছে। প্রথম লিগের ম্যাচে কিছুটা সামলানো গেলেও দ্বিতীয় লিগের ম্যাচে অ্যান্সেলোত্তির দলের কাছে কোনও উত্তর ছিল না সিটিকে আটকানোর। গুয়ার্দিওয়ালা বলেন, গত বছরের হারের ব্যথাটা এই বছরও রয়েছে। খেলা সবসময় দ্বিতীয় সুযোগ দেয় বদলা নেওয়ার জন্য। আমরা এবারই সুযোগ পেয়েছিলাম আর বদলা নিয়েছি।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি