মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরের ব্যবসায়ী তার বাড়ীর পাশে ৭নং বামনী কাঞ্চনপুরে এক একর জমীতে পুকুর খনন করে পুকুরের পাশে করেছেন হাঁস খামার। এতে তিনি লাভবান হয়েছেন আর্থিক ভাবে এরি সাথে ৪ জন বেকার লোকের কর্মসংস্থান হয়েছে।
খামারি বিল্লাল হোসেন জানান তিনি প্রথম পরীক্ষামূলক ভাবে ত্রিশটি খাকি ক্যাম্বেল হাঁশ সংগ্রহ করেন, তার পর তিনশ হাঁশ এবং সব শেষ আরো পনেরশ হাঁস সহ তার খামারে বর্তমানে আঠারোশ খাকি ক্যাম্বেল হাঁস আছে। পনেরশ হাঁসের বয়স দুই মাস ১০ দিন আরো দুই মাস বিশ দিন লাগবে নতুন হাঁসগুলো ডিম দিতে। বর্তমানে দুশ`র মত ডিম পাচ্ছেন।
বর্তমানে তার খামারে প্রতিাদন মোট খরচ ছয় হাজার টাকার মত। পুকুরে মাছের খাবারের জন্য কোন খরচ প্রয়োজন হয় না। হাঁসের পায়খানাটাই মাছের খাদ্য হিসেবে চলে। তার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। তিনি জানান তার খামারের আয়তন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তিনি শীগ্রই গরুর খামার করবেন বলে আশা ব্যাক্ত করেন।
তিনি বলেন, কেউ যদি হাঁস খামার করতে চান তাহলে এটা হবে ভালো উদ্যোগ। এতে দেশের বেকারত্ব কমবে পাশাপাশি অন্যের কর্ম সংস্থানের সৃষ্টি হবে।