মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ মানসেবায় যারা কাজ করেন তাদের আত্ম তৃপ্তি যেনো মানব সেবা করে। তাই তো এক ঝাঁক তরুনের সমন্বয়ে গঠিত হয় বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন। নিয়মিত রক্ত দান, অসহায়কে ঘর তুলে দিচ্ছেন, অসহাদের করছেন খাদ্য সহায়তা ও চিকিৎসা সহায়তা।
লক্ষ্মীপুর জেলার রায়পুরে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৩ নং চরমোহনায় ১৫০ টি আসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা জালাল উদ্দিন রানার নেতৃত্বে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ফজরের নামাজের পর (২৮ ও ২৯ এপ্রিল) দুই দিন ব্যাপি প্রায় ১৫০টি পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
খাদ্যসমগ্রীর মধ্যে ছিল ১ কেজি বুট, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, দেড় কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০গ্রাম তেল।
জালাল উদ্দিন রানা বলেন, সমাজের প্রত্যেক মানুষ এভাবে নিজ নিজ এলাকায় অসহায়দের সহায়তা করলে সমাজে দরিদ্রতা কমে যাবে, মানুষ উপকৃত হবে, সমাজের বৈষম্য কমে যাবে। তিনি আরো বলেন বাবাুরহাট ব্লাড ফাউন্ডেশন সবসময় অসহাদের কল্যানে কাজ করে যাবে।