মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। সূত্রে জানা যায় উদ্ধার মোটর সাইকেলটি রায়পুর উপজেলার ৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আখন বাড়ি আক্তার হোসেন (৪০) এর। গত ২২/০৫/২০২১ দিবাগত রাতে তার ঘরের বারান্দা থেকে চুরি হয়ে যায়। ঘটনার পরবর্তী ২৩ মে রায়পুর থানায় একটি জিডি করেন মোটরসাইকেলের মালিক আক্তার হোসেন।
মোক্তার হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, মোটরসাইকেলটি রায়পুর থানাধীন ৬ নং কেরোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় লামছরি নামক জায়গায় রাস্তার উপরে বেচাকেনার করার জন্য দুই জন মোটরসাইকেলটি সহ অবস্থান করতে ছিলো, গাড়ি মালিক আক্তার হোসেন বলেন আমি উক্ত সংবাদ পেয়ে রায়পুর থানার পুলিশের বিষয়টি অবহিত করি, রায়পুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজকে গ্রফতার করেন এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা ৩ নং আসামীর কথা বলেন রায়পুর থানার পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনোয়ার হোসেন (২৬) পিতা- সজল আহাম্মদ, সাং – আজম পুর ( কমল উদ উদ্দিন হাওলাদার বাড়ি ৩ নং ওয়ার্ড থানা রামগঞ্জ, ২। মুরাদ হোসেন (২২) পিতা মোঃ মোরশেদ আলম, সং লামচর, লন্ডনি বাড়ি, ২ নং ওয়ার্ড, থানা রামগঞ্জ ৩। মিলন হোসেন (২০) পিতা – মৃত নুর নবী সং মধ্যে দরবেশপুর নেয়াবাড়ি রামগঞ্জ লক্ষ্মীপুর।
রায়পুর থানার অফিসার বলেন গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন যাবত রায়পুর এবং রায়পুরের আশেপাশে থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে। আমরা রায়পুরের মোটারসাইকেল চোরের মূল হোতাকে আইনের আওতায় আনার সর্বোচ্ছ চেষ্টা চলছে, মোটরসাইকেল চোরের মূল হোতাকে আইনের আওতায় আনতে পারলে মোটরসাইকেল চুরি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন।