মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ভাইস চেয়ারমেন এডভোকেট মারুফ বিন জাকারিয়া করোনা পজেটিভ। গতকাল যিনি রায়পুরের করোনা আক্রান্ত রুগীদের বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের সাহস দিয়েছেন। গত রাতে ৯:৪৫ টায় করোনা রোগীদের সুস্থতা কামনা করে স্ট্যাটাস দেওয়ার ১ ঘন্টা পর রাত ১১টার দিকে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।
এডভোকেট মারুফ বিন জাকারিয়া রায়পুর তারুণ্যের অহংকার, মানবতার ফেরিওয়ালা। যিনি এতদিন অসহায়দের বিভিন্ন ভাবে সহায়তা করেছেন, দিয়েছেন খাদ্য সহায়তা, ঘৃহহীনদের দিয়েছেন ঘর উপহার। রাতের অন্ধকারেও অসহায়দের ঘরে ঘরে খাদ্য সহায়তা নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন।
আজ রায়পুরবাসীর মধ্যে লক্ষণীয় মারুফ বিন জাকারিয়ার জন্য খোলা মনে দোয়া করছেন, ফরিয়াদ করছেন আল্লাহর দরবারে যেন মানবতার মানুষটিকে দ্রুত সুস্থ করে দেন। বেশিরভাগ রায়পুরবাসীর ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সুস্থতা কামনা করে। আমিও দোয়া করি মানবতার, মানবকি মানুষটিকে আল্লাহ দ্রুত সুস্থ করে রায়পুরবাসীর মাঝে ফিরিয়ে দেন।
গতকাল লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় রায়পুরে নতুন ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যার মধ্যে রায়পুর উপজেলা ভাইস চেয়ারমেন মারুফ বিন জাকারিয়া, ও রায়পুর স্বাস্থ কমপ্লেক্সের ৪ ডাক্তার ও ২ নার্স। রায়পুরে করোনা কমুনিটি ট্রান্সমিশন হচ্ছে ইদানিং ব্যাপক ভাবে। তাই করোনা থেকে নিরাপদ থাকার জন্য সামাজিক দুরত্বের কোন বিকল্প নেই।