মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা লাঠিয়াল বাজারস্থ এলাকায় শনিবার (১৭ এপ্রিল) রাত ৮ টায় মেঘনা নদীর অভয়আশ্রম এলাকায় সকল ধরণের মাছ ধরার নিষিদ্ধ সময়ে মেঘনা নদী থেকে সংগ্রহকৃত দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসায়ী শাহজাহান গাজীর নেতৃত্বে ৬/৭ জন অবৈধ ব্যবসায়ীর পিকআপ ভর্তি চিংড়ির রেণু আটক করা হয়।
জব্দকৃত পিকআপে মোট ১৭টি ব্যারেলে আনুমানিক ৭-৯ লক্ষ টাকা মূল্যমানের প্রায় ৩লক্ষ চিংড়ির রেণু পাওয়া যায়। চিংড়ির রেণুগুলো পরবর্তীতে আখতার জাহান সাথী,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি),রায়পুর লক্ষ্মীপুরের উপস্থিতিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রসিকিউশন অনুযায়ী কোস্টগার্ড,পুলিশ বাহিনী এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সাজু মোল্লার ঘাট সংলগ্ন মেঘনার মাঝ নদীতে অবমুক্ত করা হয়।
এ সময়ে আটক ০১ ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৫(১) ধারায় ৫০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে,১লা মার্চ হতে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত-দুই মাস দেশের ৫টি ইলিশ অভয়আশ্রমে(এই অভয়আশ্রম এলাকার মধ্যে রায়পুর উপজেলার মেঘনা নদীর অংশ রয়েছে) ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।