মোঃ জহির হোসেন , লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পৌর কাঁচা বাজার অস্থায়ী ভাবে রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমী মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়।
গত কাল শনিবার (২ মে) সকাল ০৬ টা থেকে অস্থায়ী ভাবে কাঁচা বাজার শুরু হয়। চলবে সন্ধা ০৫ টা পর্যন্ত।
জনসাধারনের সুবিধার্থে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য সামাজিক দুরুত্ব নিশ্চিতে বাজারটি স্কুল মাঠে অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়। রায়পুর উপজেলা প্রশাসন ও রায়পুর পৌর মেয়র পৌর কাঁচাবাজারটি অস্থায়ী ভাবে রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমী মাঠে স্থানান্তর কার্যকর করেন। সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চলছে লকডাউন। করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সামাজিক দুরত্বের বিকল্প নেই। জনজীবন একরকম ঘর বন্দী হয়েগেছে। লোকজন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
এদিকে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য-দ্রব্যাদি তরি তরকারি কাঁচা বাজার সহ অন্যান্য জিনিস পত্র। এমন অবস্থায় সামাজিক দুরুত্ব বজায় রেখে বাজারের জন্য দেশের বিভিন্ন স্থানে কাঁচা বাজার স্কুল /খোলা মাঠে স্থানান্তর করা হয়। তারই অংশ হিসেবে আজ রায়পুর কাঁচা বাজারটি অস্থায়ী ভাবে স্থানান্তর করা হয়। অস্থায়ী কাঁচা বাজারের কয়েকজন ব্যাবসায়ী ও ক্রেতার সাথে কথা বল্লে তারা সন্তুষ্টি প্রকাশ করে এবং রায়পুর উপজেলা প্রশাসন ও রায়পুর পৌর মেয়রকে ধন্যবাদ জানান।