জহির হোসেনঃরায়পুর টিসি রোডের বেহাল অবস্থা হালকা বৃষ্টিতেই বাড়ে জনভোগান্তি। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্যতম গুরুত্তপূর্ণ সড়ক হল টিসি রোড। এই রাস্তাটি রায়পুর উপজেলার পূর্বপাশে।
রায়পুর উপজেলা একটি জনবহুল উপজেলা। রায়পুর বাজারের সাথে যোগাযোগের জন্য সড়কটি অত্যান্ত গুরুত্তপূর্ণ। রাস্তার এমন অবস্থা দেখে মনে হয় দেখার যেন কেহ নেই। সড়কটির দক্ষিণ মাথায় রাস্তার দু পাশে প্রতি শুক্রবার ও সোমবার মাছের বাজার এবং কাঁচা তরকারির বাজার বসে। রাস্তটি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে রাস্তা কাদা হয়ে যায়। রাস্তার বিভিন্ন যায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে পথচারি বাজার করতে আসা লোকজন স্কুল কলেজে যাতায়তে ছাত্র ছাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এই রাস্তাটির একটু উত্তরে রয়েছে একটি মাদ্রাসা,মসজিদ ও কৃষি অফিস। এছাড়া এ রাস্তাটি কয়েকটি গ্রামের অন্যতম সংযোগ সড়ক। হালিমা মাদ্রাসা ও মসাজিদে যাওয়ার একমাত্র রাস্তা এটি। প্রতিদিন প্রায় কয়েক হাজার ছাত্র ছাত্রী , মুসল্লি ও জনগন এই রাস্তা দিয়ে যাতায়ত করে। এ রাস্তা দিয়ে রায়পুরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান, রাপুর মার্চেন্টস একাডেমী, রায়পুর গ্রলস স্কুল, রায়পুর অালীয়া মাদ্রাসা, রায়পুর সরকারি কলেজ, রায়পুর মহিলা কলেজ, রায়পুর রুস্তম অালী কলেজ সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক ব্যবসায়ী জনসাধারণ যাতায়ত করে। রাস্তাটি দীর্ঘদিন কর্তৃপক্ষের অবহেলায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে রায়পুর পৌর মেয়র থেকে শুরু করে প্রশাষণের সকল কর্তাগণ যাতায়ত করেন। তারা যেন দেখেও দেখেন না। স্থানীয় জনগন ও পথচারিদের দাবি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ যেন রাস্তাটি সংস্কার করেন ভাল ভাবে স্থায়ী ভাবে সংস্কার করে।