লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। উক্ত ঘটনা সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয় অর্ধশতাধিক। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশ টহলও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উভয় পক্ষের আহত নেতাকর্মীরা রায়পুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
আহতরা হলেন- ফয়সাল আহমেদ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ, মো. সজিব, সোহেল হোসেন, শিমুল, মো. জুম্মন, সোহেল আহম্মদ, এমরান, মিরাজ, নিলয় বিন বাঙ্গালি, আলাউদ্দিনসহ ২০ জন। এদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
এদিকে পেশাগত দায়িত্ব পালন কালে যুবলীগ নেতা তারেক আজিজ জনির নেতৃত্বে দৈনিক বর্তমান দিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন এর সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহাম্মেদর উপরে হামলা করেন এবং তার ভিডিও ধারণকৃত মোবাইল ছিনিয়ে নেন।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।