মো: জাহির হোসাইন, লক্ষ্মীপুর : থাকিলে মানবসেবা জিতে যায় মানবতা নতুন ঘর পেলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ৪ নং ওয়ার্ড মতিন পাটোয়ারী বাড়ির বৃদ্ধ অসহায় শাহজান । এই ভাঙা ঘরটিতেই বাস করতেন বৃদ্ধ শাহজান যে ঘরটির সবগুলো খুঁটির গোড়া পচে গেছে এবং বাহিরে থেকে অনেকগুলো খুঁটি দিয়ে ঠিকা দেওয়া ছিল । ভেবেছিলেন হয়তো মৃত্যুর আগেই জরাজীর্ণ ঘরের নিচে চাপা পড়ে মারা যাবেন । বেঁচে থাকবেন এ কথাটার চেয়ে মৃত্যুকেই স্মরণ করতেন সারাক্ষন। মানবতার কাছে জিতে গেছে শাহজান মিয়ার স্বপ্ন হয়তো আল্লাহ যদি চান আরো কয়দিন বেঁচে থাকবেন তবে ঘরের নিচে চাপা পড়ে মারা যাবেন এমনটিই ভেবেছিলেন। মানবতার দেওয়াল হয়ে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন এসে পশে দাঁড়িয়েছে শাহজান মিয়ার।
গত ২০ ডিসেম্বর বঙ্গ টিভিতে বৃদ্ধ অসহায় শাহজান মিয়ার জরাজীর্ণ ঘরের সংবাদ প্রকাশিত হলে ৩ নং চরমোহনা বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক জালাল উদ্দিনের নজরে আসে ২১ ডিসেম্বর সকালে জালাল উদ্দিন রানার নেতৃত্বে বাবুর হাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ৩ নং চরমোহনা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠুর পরামর্শে শাহজান মিয়ার বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিক শাহজান মিয়াকে একটি নতুন ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
যেমন কথা তেমন কাজ ৩১ ডিসেম্বর সকালে সাবেক ৩ নং ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু এবং বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান পরিচালক জালাল উদ্দিন রানার নেতৃত্বে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের পুরো টিম ঘরের কাজ শুরু করে ১ জানুয়ারী সন্ধ্যার মধ্যে ২৫ ফিট বাই ১৬ ফিটের ঘরের কাজ সম্পূর্ণ হয়। ঘরের সাথে শাহজান মিয়ার ঘরে রায়পুর পল্লিবিদ্যুৎ অফিস যোগাযোগ করে নতুন বিদ্যুৎ সংযোগ এবং ২ টি খাটের বেবস্থা করেছেন। এই বিষয়ে অসহায় বৃদ্ধ শাহজান বাবুরহাট ( ব্লাড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি অনেক খুশি আমি আল্লাহর কাছে তাদের সবার জন্য দোআ করি।