লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে শাহনারা বেগম নামে (৬৭) এক বিধববা নারী ৩৫ বার হামলার শিকার হয়েছেন। বিভিন্ন সময় হামলার ঘটনায় ২৫ টি জিডি করলেও অভিযুক্ত মিরাজ হোসেনের নির্যাতন থেকে রক্ষা পায়নি তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে (৯ জুন) প্রশাসনের সহযোগীতা চেয়ে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ করেন তিনি।
শাহনারা উপজেলারর চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল মান্নানের স্ত্রী। অভিযুক্ত মিরাজ তার প্রতিবেশি।
সাংবাদিক সম্মেলনে অসহায় বৃদ্ধ শাহনারার ছেলে মুফতি হাবিবুল্লাহ সোহাইল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মিরাজররা ৫ বছর ধরে শাহনারাদের ৩১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে। জমি উদ্ধারে মামলা করায় শানারাদের ওপর তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নিতে ৩৫ বার বিধবার ওপর হামলা করা হয়েছে। পুলিশ, স্থানীয়দের সহযোগীতাসহ পালিয়ে তিনি প্রাণে রক্ষা পান। পূত্রবধূ নিয়ে তিনি বাড়িতে থাকেন। বাড়ি থেকে বের হলেই মিরাজরা বিভিন্ন ধরণের হুমকি দেয়, গালমন্দ করে। যেকোন সময় মিরাজরা তাদের অপূরনীয় ক্ষতি করার আশংকা করা হচ্ছে। এর থেকে বাঁচতে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ভূক্তভোগী পরিবার।