মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার চেক বিতরন করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদের হলরুমে এই চেক বিতরন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তারের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাবরীন চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ চেয়ারম্যান রায়পুর উপজেলা, গিয়াস উদ্দীন রুবেল ভাট মেয়র,হাজী ইসমাইল হোসেন খোকন সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামীলীগ,সাধনা রানী দেবনাথ উপ পরিচালক বিআরডিবি লক্ষ্মীপুর, মো. সৈয়দুজ্জামান মোল্লা চেয়ারম্যান বিআরডিবি রায়পুর, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, করোনায় মাননীয় প্রধানমন্ত্রী রায়পুর উপজেলার ক্ষুদ্র পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের জন্য ১৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ মাত্র ৪ % সুদে বিতরণ করার সুযোগ করে দিয়েছেন। এই সময়ে তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।