লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে কথিত জ্বীনের বাদশা আটক করেছে থানা পুলিশ। কথিত জ্বীনের বাদশা মোঃ নসু মিয়া সওদাগর (৫০) এবং মোঃ ইউনুছ (৫২) কে সোমবার (০৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ফরিদগঞ্জ থানাধীন কালির বাজার চৌরাস্তা হইতে স্থানীয় লোকজনের সহযোগীতায় গ্রেপ্তার করে।
প্রতারনার দায়ে গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ ০১। মোঃ নসু মিয়া সওদাগর (৫০) রায়পুর পৌরসভার ০৩ নং ওয়র্ডের সওদাগর বাড়ির মৃত- মিছির আলীর ছেলে। আপরজন মোঃ ইউনুছ (৫২) কুমিল্লা জেলা, লাঙ্গলকোট থানা, লক্ষ্মীপুর গ্রামের বেপারী বাড়ির মৃত ইসমাইল হোসেনের ছেলে যার বর্তমান ঠিকানা রায়পুর পৌর ৩ নং ওয়ার্ড দেনায়েতপুর।
জানা যায়, শুক্রবার (০২ সেপ্টেম্বর) উপরোক্ত আসামীদ্বয় মোসাঃ আমেনা বেগম(৪০) এর সরলতার সুযোগ নিয়ে তাহার স্বামীকে প্রবাস হইতে দেশে নিয়ে আসবে বলে তাহার নিকট ১,৫০,০০০/- টাকা দাবী করে। ভুক্তভুগী মোসাঃ আমেনা বেগম উক্ত প্রতারকদেন কথা বিশ্বাস করে তাহাদের প্রতারনার ফাঁদে পা দেয় এবং সরল বিশ্বাসে তাহাকে ৫০,০০০/-টাকা দেয়।
পরবর্তীতে রবিবার (৪ সেপ্টেম্বর) পূনরায় ৮৭,০০০/- টাকা দেয়। উক্ত টাকা নিয়ে কৌশলে উক্ত প্রতারকদ্বয় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনসহ ফরিদগঞ্জ থানাধীন কালির বাজার হইতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
পরবর্তীতে ভুক্তভুগী মোসাঃ আমেনা বেগম বাদীর এজাহারের প্রেক্ষিতে রায়পুর থানার মামলা-০৫(০৯)২২, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড, রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত নগদ ১,০০,০০০/-টাকাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।