মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধরী ছুটে চলেছেন রায়পুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনা ভাইরাস মহামারিতেও নিরলস কাজ করে যাচ্ছেন জনস্বার্থে রায়পু উপজেলা নির্বাহী অফসার সাবরীন চৌধুরী। প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। রায়পুরের জনগনকে করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখার জন্য জনসচেতনাতা মূলক প্রচারনা করে যাচ্ছেন। কখনো ছুটে যাচ্ছেন অসহায়দের ত্রান দেওয়ার জন্য।
করোনা পরিস্থিতিতে দেশের সর্বত্রই ব্যবসায়ী সিন্ডিকেটরা সক্রিয়। অতিরিক্ত মুনাফার জন্য সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। রায়পুরে যেন কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে জন্য নিয়মিত করে যাচ্ছেন বাজার মনিটরিং। অসাধু ব্যবাসায়ীদের করছেন আর্থিক জরিমানা। উদ্দেশ্য একটাই যেন রায়পুরবাসী সঠিক মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারেন। কখনো ছুটে যাচ্ছেন নদীর ঘাটে ছলে অিভিজান। কেহ যেন ঝাটকা শিকার করতে না পারে সে জন্য নিয়মিত অভিজান পরিচালনা করেন। দিচ্ছেন জেলেদের খাদ্য সহায়তা।
দেশের আন্যান্য স্থানের মত রায়পুরে ও করোনা সতর্কতায় চলছে লকডাউন। করোনা আক্রান্ত বিভিন্ন এলাকে থেকে যেন কেহ রায়পুরে প্রবেশ করতে না পরে সে জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট জরুরী বাহন ছাড়া কোন যানবাহ প্রবেশ করতে না পারে। করোনা ভাইরাস থেকে রায়পুরবাসীকে মুক্ত থাকার জন্য হোম কোয়ারেনটাইন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।
বাজারে জরুরী পন্যের দোকানগুলো সকাল ৮টা থেকে
সন্ধা ৬ টা পর্যন্ত খোলা রাখার ব্যাবস্থা করেছেন।ফোনে, এসএমএস ও ই-মেইলে পৌরসভা ও ১০ টি ইউনিয়নে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে যাচাই বাচাই করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী নেতৃত্বে ট্যাগ অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। রায়পুর বাসীর আস্থার প্রতীক রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী।