কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধী। নতুন সম্ভাব্য সভাপতির নাম মোতিলাল ভোড়া।
বুধবার (৩ জুলাই) দুপুরে টুইট করে নিজের ইচ্ছার কথা জানান রাহুল গান্ধী। এর আগেই দলে তিনি চিঠি দিয়েও দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। দুপুরে নিজের টুইটারে হ্যান্ডেল ইচ্ছা প্রকাশের পর সেখান থেকে কংগ্রেস সভাপতির পদটা সরিয়ে দেন।
এদিকে, রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়া কংগ্রেসের নেতা-কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। যদিও এখনো পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি।
কংগ্রেসের সূত্র দিয়ে ভারতের গণমাধ্যম বলছে, কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির পদ সামলাবেন মোতিলাল ভোড়া।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এবং তার নেতৃত্বে ইউপিএ কার্যত বিজেপি তথা এনডিএর সামনে বড়সড় ধাক্কা খায়। নির্বাচনের ফলফাল নিয়ে রাহুলের কোনও অভিযোগ না থাকলেও দ্বিতীয় মেয়াদের সরকার গঠন করার পর বিজেপির নেতৃত্ব কিংবা সরকার কিংবা অন্য কোনও ইস্যুতে মিডিয়ার সামনে আসেন নি ইন্ধিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী।
কংগ্রেসের আগামী নেতৃত্ব কে দেবেন সেটা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। সোনিয়া গান্ধী অসুস্থ, অন্য দিকে লোকসভা নির্বাচনের কয়েক দিন আগেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন।