অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকায় নিজ বাড়ীর সামনে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ও ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসনের বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা জায়গীরটারী গ্রামে।
রবিবার ভোর ৬ টায় তিনি রংপুর ডক্টরস ক্লিনিকে কিটনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো.ডা: মকবুল হোসনের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধাসহ জেলা ও উপজজেলা জাসদের নেতাকর্মীরা।
জানাযা নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল, উপেজলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মইনুল হক, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল, জেলা জাসদের সাবেক সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বকসি ঠান্ডা, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাছেন আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, সাবেক চেয়ারম্যান ও জাতীয় পাটির নেতা আলহাজ্ব আব্দুল গফুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সম্পাদক রবিউল ইসলাম বেলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।