মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আব্দুল হামিদের মেয়াদ পূর্ন হবে এপ্রিল মাসে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারীতেই জাতীয় সংসদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভব্য প্রার্থী হিসাবে অনেকেরই নাম শোনা যাচ্ছে তবে কোন নামই চুড়ান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিবেন। এই নির্বাচনেও নির্বাচন কমিশন তফশিল ঘোষনা করবে। এবং জাতীয় সংসদেই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফশিলের শর্ত মেনে যে কেউ প্রার্থী হতে পারবেন। জাতীয় সংসদে যাদের সংখ্যাধিক্য তারাই রষ্ট্রপতি নির্বাচিত করে থাকে। তাই আওয়ামী লীগের প্রার্থীই নির্বাচিত হবেন নিশ্চিত। কিন্তু দল কাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে তা নির্ভর করবে দলীয় প্রধান শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যাকে পছন্দ করবেন তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।
দলের বাইরে থেকে রাষ্ট্রপতি করার অভিজ্ঞতা আওয়ামী লীগের ভাল নয়। ড: মশিউর রহমান বা গওহর রিজভী নামের তালিকায় থাকলেও ভীতিটি সেখানেই। এই পদের জন্য দলের যে সব নেতাদের নাম গনমাধ্যমে প্রচার হয়েছে তাদের মধ্যে স্পিকার শিরিন শারমিনের নাম শীর্ষে রয়েছে। কিন্তু রাষ্ট্রের সর্ব্বোচ্চ দুই প্রধান পদে নারী নেতৃত্ব দেশের পুরুষদের প্রশ্নবিদ্ধ (!) করতে পারে। সঙ্কাটি শিরিন শারমিন কে আটকে দিতে পারে। মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক কিংবা সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের সবিনয়ে নিজেদের অযোগ্যতা প্রকাশ করেছেন। এই তালিকায় মতিয়া চৌধুরীর নামও ছিল। সম্প্রতি ডিপুটি লিডারের দায়িত্ব পাওয়ায় মতিয়া চৌধুরী এই তালিকা থেকে বাদ পরেছেন। একমাত্র নেতা আমির হোসেন আমু এখনো আলোচনায় রয়ে গেছেন। ১/১১ এর কারনে দলে অবস্থান ক্ষুন্ন হলেও রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতায় তিনিই এখন শীর্ষে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমির হোসেন আমু আওয়ামী লীগের রাজনীতিতেই বেড়ে উঠেছেন। সমালোচনা হলেও তিনিই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতায় এগিয়ে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আত্নিয় এবং কাছের মানুষদের একজন। সেই বিবেচনায় তাহলে কি আমির হোসেন আমুই দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এই পদে যিনি অধিষ্ঠিত হবেন জনগনের নেতা হবেন এই প্রত্যাশা সকলের।
রাষ্ট্রপতি দেশের অভিভাবক এবং ঐক্যের প্রতীক। জাতির নির্ভরতার আশ্রয় স্থল। মাননীয় প্রধানমন্ত্রীর উপর জনগনের আস্থা আছে, তিনি সঠিক সিদ্ধান্তই নিবেন। শিরিন শারমিন কিংবা আমির হোসেন আমু যিনিই নির্বাচিত হবেন তার জন্য আগাম অভিনন্দন রইল।
জয় বাংলা।।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান